Site icon Jamuna Television

ভারতের পুরীতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণি

ভারতের পুরীতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি। আবহাওয়াবীদদের দাবি, বাতাসের গতিবেগ সর্বোচ্চ ২৩০ কিলোমিটার। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকেই পুরীতে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছিলো।

ভারতীয় আবহাওয়া অধিদফতরেরর বিবৃতিতে বলা হয়, আগামী ৬ ঘণ্টা পুরীতে তাণ্ডব চালাতে পারে সাইক্লোনটি। এর প্রভাবে, উপকূলীয় অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ব্যপক ভূমিধস হচ্ছে। এর আগেই, রাজ্যটিসহ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে কমপক্ষে ১০ লাখ মানুষকে। ঘূর্ণিঝড়টির গতিপথে পড়বে ৫০টি শহর, ১০ হাজারের বেশি গ্রাম-লোকালয়।

স্থানীয় সময় মধ্যরাত থেকে ভুবনেশ্বরের সব বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে। কলকাতা বিমানবন্দরও শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ব্যাপক ভূমিধসের শঙ্কায়, রেলওয়ে কর্তৃপক্ষ দুই শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করেছে। এছাড়া, রাজ্যগুলোর শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকানপাট সব বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আবহাওয়াবীদরা বলছেন, ১৯৯৯ সালের পর এটাই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন।

Exit mobile version