Site icon Jamuna Television

ফণি আতঙ্ক: বন্ধ করে দেয়া হয়েছে কলকাতা বিমানবন্দর

ঘুর্ণিঝড় ফণির জেরে ভারতের উপকূল জুড়ে আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে কলকাতা বিমানবন্দর।

আবহাওয়া দেখে বিমান চলাচলের সিদ্ধান্ত নেবে বিমানবন্দর কর্তৃপক্ষ। যে কোনও পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয়েছে বিশেষ টিম। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠকে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভুবনেশ্বর বিমানবন্দরেও শুক্রবার সকাল থেকে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এক্ষেত্রেও ৩৬ ঘণ্টা পর পরিস্থিতি খতিয়ে দেখে বিমান চলাচল নিয়ে সিদ্ধান্ত হবে।

ভুবনেশ্বরগামী বিমানগুলির মুখও ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা ও রায়পুরে বিমান নামানো হবে বলে সিদ্ধান্ত ডিজিসিএ-র।

Exit mobile version