Site icon Jamuna Television

ডব্লিউজিবিএল পুরস্কারে ভূষিত হলেন টপ অব মাইন্ড’র সিইও

বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী এবং কঙ্গো প্রজাতন্ত্রের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল জিয়াউদ্দিন আদিল সম্মানজনক ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডার্স’ (ডব্লিওজিবিএল) ২০১৮-১৯ পুরস্কার পেয়েছেন।

নেতৃত্বে বিশেষ গুণাবলীর জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন। একইসঙ্গে তাকে ‘এশিয়া ওয়ান পারসন অফ দ্য ইয়ার’ পুরস্কার দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক নিউজ এজেন্সি এশিয়াওয়ান।

টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াউদ্দিন আদিল আরো বেশ ক’টি ক্ষেত্রে সফল ব্যবসায়িক উদ্যোক্তা।

গত বুধবার দুবাইয়ে এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ২০১৯ এ জিয়াউদ্দিন আদিলের হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়। স্বাধীন ও নিরপেক্ষ বিচারকদের মাধ্যমে এশিয়ার ১৬ টি ইন্ডাস্ট্রির ৬২ টি সাব ক্যাটাগরিতে যাচাই বাচাই করে আদিলকে নির্বাচিত করা হয়।

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে আদিল বলেন, ‘এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই অঞ্চলের উন্নয়নের লক্ষে শিল্প ও ভোক্তাদের জন্য সবসময় কাজ করার চেষ্টা আমার থাকে। আমি বিশ্বাস করি, নিশ্চয়ই এই মূল্যবান স্বীকৃতি আমাকে শিল্প ও ভোক্তাদের জন্য আরও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে সাহায্য করবে।’

Exit mobile version