Site icon Jamuna Television

ফণি মোকাবেলায় সরকার ও আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে: হানিফ

ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় সরকার ও আওয়ামী লীগ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে একথা বলেন।

এসময় হানিফ বলেন, ফণি নিয়ে আতঙ্কের কারণ নেই। একটু সাবধানতা অবলম্বন করলে ক্ষয়ক্ষতি মোকাবেলা করা সম্ভব। মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিকভাবে ঘূর্ণিঝড় ফণি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ঝড় পরবর্তী পরিস্থিতির জন্য আওয়ামী লীগ মেডিকেল টিমও ত্রাণ নিয়ে প্রস্তুত থাকবে বলেও জানান হানিফ।

Exit mobile version