Site icon Jamuna Television

চাঁদাবাজ হাতিকে ম্যাজিস্ট্রেটের ধাওয়া!

জাটকা, আফ্রিকান মাগুর ও ফরমালিনযুক্ত মাছ বিক্রির দায়ে ১২ জন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় মাছের আড়তে অভিযানের পাশাপাশি কাঁচাবাজারেও অভিযান চালানো হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ব্যবসায়ীরা কালোবাজারি করলে বা পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেয়া হবে। রমজান মাস জুড়ে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বাজারে এখন যেসব ফল ও খেজুর আছে সেগুলো নিরাপদ।

কারওয়ান বাজারে অভিযান চালানোর সময় ম্যাজিস্ট্রেটের সামনে পড়ে দুটি হাতি। তাদের মাহুতেরা হাতিগুলোকে দিয়ে ওই এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করছিল। এসময় হাতি ও তাদের মাহুতকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করতে চাইলে তারা সটকে পড়ার চেষ্টা করে। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিজেই এগিয়ে গেলে হাতিগুলো দৌড়ে অন্যদিকে পালিয়ে যায়।

Exit mobile version