Site icon Jamuna Television

সন্ধ্যা ৬টায় বাংলাদেশে আঘাত হানবে ফণি, সারারাত ধরে অতিক্রম করবে

সন্ধ্যা ৬টার দিকে খুলনা উপকূলে পৌঁছাবে ঘূর্ণিঝড় ফণি; সারারাত ধরে বাংলাদেশ অতিক্রম করবে, হবে জলোচ্ছ্বাসও এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশে অতিক্রম করার সময় শক্তিশালী সাইক্লোন হিসেবে আঘাত হানবে ফণি। সর্বোচ্চ ১৪০-১৫০ কি.মি, সর্বনিম্ন ৮০-১০০ কি.মি গতিবেগ থাকবে ফণির। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফিট উচ্চতায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ঘূর্ণিঝড় ‘ফণি’ চলাকালীন ও ঘুর্ণিঝড় শেষে উদ্ধারকার্য সহ যেকোন সহায়তার জন্য প্রস্তুত কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের সার্বক্ষণিক সহায়তায় মোবাইল নম্বর।
ঢাকা বিভাগঃ ০১৭৬৬৬৯০০৪৯,
চট্টগ্রাম বিভাগঃ ০১৭৬৬৬৯০১৭১,
খুলনা বিভাগঃ ০১৭৬৬৬৯০৪০০,
বরিশাল বিভাগঃ ০১৭৬৬৬৯০৬২১

এদিকে, ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। উত্তাল রয়েছে সাগর। বৈরি আবহাওয়ায় নদী পথে সব ধরণের নৌ যান চলাচল বন্ধ রয়েছে। উপূকলীয় এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে বেশিরভাগ মানুষকে। ফণি’র কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টারগুলো। গঠন করা হয়েছে মেডিকেল টিম।

Exit mobile version