Site icon Jamuna Television

বিপদ সংকেত উপেক্ষা করেই পেটের দায়ে মাছ ধরছেন যে নারী

ঘণ্টা খানেক পরেই আঘাত হানবে ফণি, কিন্তু উপায় কি আছে? পেটেতো কিছু দিতে হবে।
যতই প্রাকৃতিক আবহাওয়া খারাপ থাকুক না কেনো মাছ না ধরলে হয়তো পেটে খাবার দেয়ার উপায় থাকবে না। বিপদ সংকেত উপেক্ষা করেই মাছ ধরছেন এক নারী। তেমনি কিছু ছবি ধরা পড়েছে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন উল হাকিমের ক্যামেরায়। ছবিগুলো তোলা হয় বিকেল ৪.৪৫ মিনিটের দিকে।

ছবিতে দেখা যায় বিপথ সংকেত উপেক্ষা করে সুন্দরবনের দাতিনাখালীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের খালের জাল টেনে মাছ ধরার চেষ্টা করছেন তিনি। এভাবেই উপকূলের মানুষদের পেটের সাথে প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবন পরিচালনা করতে হয়।

 

Exit mobile version