Site icon Jamuna Television

ফণি: বাগেরহাটে গাছের ডাল ভেঙে নারী নিহত

বাগেরহাটে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ঝড়ো হওয়ায় গাছের ডাল ভেঙে শাহানুর বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে চোরামনকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানুর বেগম ওই গ্রামের মোজাহারের স্ত্রী। তিনি স্থানীয় গুচ্ছ গ্রামের বাসিন্ধা।

স্থানীয়রা জানায়, দুপুরে রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে ঝড়ো হাওয়ার সময়ে গাছের ভেঙ্গে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রামপাল হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।

এদিকে সিডর বিধ্বস্ত শরনখোলার বলেশ্বর নদীপাড়ের ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। শুক্রবার সকাল থেকে বাগেরহাট উপকুল জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। দুপুরের পর বইতে শুরু করে ঝড়ো হাওয়া ।

এ অবস্থায় উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে বাগেরহাট জেলার ২৩৪টি আশ্রয়কেন্দ্র।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বলেন, ঘূর্ণিঝড় সুন্দরবনে সরাসরি আঘাত হানলে বন্যপ্রাণীর ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Exit mobile version