Site icon Jamuna Television

ভুবনেশ্বরে জন্ম নেয়া শিশুর নাম রাখা হলো ফণি

ভারতের ওড়িশায় চলছে ঘুর্ণিঝড় ফণির তাণ্ডব। একের পর এক এলাকা তছনছ হচ্ছে প্রাকৃতিক এই দুর্যোগে। আক্রান্ত এলাকাগুলোর অন্যতম হচ্ছে ভুবনেশ্বর। এই ধ্বংস লীলার মধ্যেও জীবনের জয়গান থেমে নেই ওখানেও। ঘুর্ণিঝড় চলাকালীন জন্ম হয়েছে অনেক শিশুর। এর মধ্যে একজনের নাম রাখা হয়েছে ‘ফণি’।

বার্তা সংস্থা এএনআই চিকিৎসকদের কোলে নবজাতক ফণির ছবি প্রকাশ করে জানিয়েছে, মা-সন্তান দুজনই সুস্থ আছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় প্রচণ্ড শক্তি নিয়ে ভারদের ওড়িশা উপকুলে আছড়ে পড়ে ঘুর্ণিঝড় ফণি। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সবথেকে ক্ষতিগ্রস্ত পুরী, জগৎসিংপুর, কেন্দপড়া, খুরদা রোড। সাক্ষীগোপালে ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎহীন বহু এলাকা। বন্ধ ইন্টারনেট। ওড়িশার ১১ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরীর সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। গোপালপুর-সহ একাধিক এলাকায় বৃষ্টির সঙ্গে বইছে প্রবল হাওয়া। বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে গাছ, ভেঙে পড়েছে হোর্ডিং।

জরুরি তৎপরতায় সাইক্লোন মোকাবিলায় নেমেছে প্রশাসন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা দল।

Exit mobile version