Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে রাজধানীতে দফায় দফায় বৃষ্টি

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে রাজধানী ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে জলজটের খবর পাওয়া যায়নি। ঘুর্ণিঝড় ফণি যত বাংলাদেশের উপকূলীয় এলাকার দিকে এগিয়ে আসছে বৃষ্টির সম্ভাবনা আরোও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুরের আগে ও পরে থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। আজ শুক্রবার বেশিরভাগ অফিস, আদালত বন্ধ থাকায় সড়কে মানুষের উপস্থিতি কম ছিল। যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম থাকায় বৃষ্টিতে ভোগান্তি হয়নি। বিভিন্ন নিম্ন আয়ের মানুষ যারা সড়কে বাহন চালিয়ে আয় করে তারা এ বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছে।

Exit mobile version