Site icon Jamuna Television

হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপনে গুগল

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ তিনি ৭০-এ পা রাখতেন। তার জন্মবার্ষিকী উদযাপনে দেশজুড়ে চলছে নানা আয়োজন। সাংস্কৃতিক অঙ্গনের কর্মী আর ভক্ত অনুরাগীরা নিয়েছেন নানা কর্মসূচি। এ আয়োজনে পিছিয়ে নেই বিশ্বের সবচেয়ে বড়ো সার্চ ইঞ্জিন গুগলও।

হুময়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গুগলের ওয়েবসাইটের ফ্রন্টপেজে ভাসছে প্রয়াত সাহিত্যিকের অঙ্কনচিত্র, যাকে গুগলের পরিভাষায় বলে ডুডল। সেই ছবিতে দেয়া যায় লেখক তার নিজ হাতে গড়া ভূবন নুহাশ পল্লীতে বসে আছেন। সামনে টেবিলে চায়ের কাপ। আর তার সাথে দেখা করতে এসেছে, তারই লেখনিতে গড়া অনন্য জনপ্রিয় চরিত্র হিমু। ছবিটির ওপর মাউস রাখতেই লেখা উঠে আসে “হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন”।

 

Exit mobile version