Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অ্যাপস, ই-বুক উদ্বোধন

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, রাজনীতির মহাকাব্য- গ্রন্থের ই-বুক ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের আগে বিশ্লেষণধর্মী প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। বইটি তাকে হস্তান্তর করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী নিজে। আর বঙ্গবন্ধুর ভাষণের নির্বাচিত ২৬ বাক্যের ওপর বিশ্লেষণ করেছেন মুস্তাফা নুরুল ইসলাম, আব্দুল গাফফার চৌধুরী, প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর মুনতাসির মামুনসহ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, লেখকরা। পরে এনবিআরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তাঁর ট্যাক্স কার্ড তুলে দেয়া হয়।

Exit mobile version