Site icon Jamuna Television

মাদারীপুরে ৮ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ: ধর্ষক আটক

???????????????????????

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের রাজৈরে ৮ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় ধর্ষক হাফিজুল হাওলাদারকে (২৮) শুক্রবার বিকেলে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ৮ বছর বয়সী প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রী বৃহস্পতিবার রাত আটটার দিক বাড়ির পাশের নানা বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের জলিল হাওলাদারের বখাটে ছেলে হাফিজুল হাওলাদার ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে রাস্তার পাশে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করলেও ধর্ষক পালিয়ে যায়। পরিবারের লোকজন রাতেই রক্তাক্ত অবস্থায় শিশুটিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। পুলিশ শুক্রবার বিকেলে ধর্ষক হাফিজুল হাওলাদারকে আটক করেছে।

শিশুটির মা বলেন, লম্পট হাফিজুল আমার মেয়ের যে ক্ষতি করেছে আমি এর কঠোর বিচার চাই।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ. রিয়াদ মাহমুদ বলেন, ধর্ষণের শিকার একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা চিকিৎসা সেবা প্রদান করছি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ. শাহজাহান মিয়া বলেন, ধর্ষণের ঘটনায় ধর্ষক হাফিজুল হাওলাদারকে শুক্রবার বিকেলে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version