Site icon Jamuna Television

রাজধানীতেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সারা দেশের মতো রাজধানীতেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং এখনো থেমে থেকে বৃষ্টিপাত অব্যাহত আছে।

রাত থেকে হওয়া বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে পানি জমে গেছে। এতে ব্যহত হচ্ছে যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সারাদিনও ঢাকাসহ দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঝড়ো বাতাস ও ফনির পূর্বাভাসের কারণে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কোনো ধরনের নৌযান ছেড়ে যায়নি। বাতিল করা হয়েছে বিমানের একাধিক ফ্লাইট। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ২৭ মিলিমিটার।

Exit mobile version