Site icon Jamuna Television

১৩৬ আরোহী নিয়ে নদীতে ‘বোয়িং-737’র বিমান

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৩৬ আরোহী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়েছে ‘বোয়িং-737’র একটি বিমান। উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন সবাই জীবিত ও সুস্থ আছেন।

জ্যাকসনভিলের ন্যাভাল এয়ার স্টেশনের মুখপাত্র জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে স্থানীয় ‘সেইন্ট জনস’ নদীতে এসে পড়ে বাণিজ্যিক ফ্লাইটটি। রানওয়ের একদম শেষে নদীটির অবস্থান। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শেষ মুহূর্তে পাইলটের বুদ্ধিমত্তার কারণে ডুবে যায়নি বিমানটি। ভাসমান অবস্থায় চলছে উদ্ধারকাজ। আরোহীদের দু’জন সামান্য আহত হয়েছেন, তাদের দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক তদন্তে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি ওড়ার আগেই নিয়ন্ত্রণ হারায়।

Exit mobile version