Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অব্যহত রয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো চলছে। তবে মধ্যরাত থেকে বৃষ্টির পরিমান ও বাতাসের গতিবেগ অনেকটা বড়েছে।

শনিবার সকাল থেকেই শহরে সাধারণ জনগন ও যানবাহনের সংখ্যার উপস্থিতি কম রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও উৎকন্ঠা কাজ করছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জানিয়েছেন, ফণি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫৬টি মেডিক্যাল টিম। সংগ্রহে রাখা রয়েছে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার।

জেলার চারটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করে সেখানে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে। এ পর্যন্ত এসব আশ্রয় কেন্দ্রে প্রায় ৩১ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামাদুল হক জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে মাঝে মাঝে দমকা হাওয়াও হতে পারে। জেলায় ২৪ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে।

Exit mobile version