Site icon Jamuna Television

ভোলায় ঘরচাপায় গৃহবধূ নিহত

ভোলায় ঘূর্ণিঝড় ফণির আঘাতে জেলা সদরের দক্ষিণ দিঘলী ইউনিয়নে ঘরচাপায় নিহত হয়েছেন এক গৃহবধূ।

নিহত রানু বেগম ৮ নং ওয়ার্ডের সামসুল হক ফরাজির স্ত্রী।

এছাড়া ওই এলাকায় তিন শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে বলে ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন জানিয়েছেন।

এছাড়া জেলার বিভিন্ন চর পানিতে প্লাবিত হয়েছে। রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ঝড়ের তাণ্ডব চলে। এখনও ধমকা বাতাস বইছে বলেও জানান তিনি।

Exit mobile version