Site icon Jamuna Television

কুয়াকাটায় গাছ চাপায় আহত একজন মারা গেছেন

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

পটুয়াখালীর কুয়াকাটার মনষাত‌লি এলাকায় গাছ চাপায় আহত মোঃ হাবিব মুস‌ল্লি নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শনিবার রাত ভো‌রের দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তি‌নি মারা।

নিহত হাবিব মুসুল্লী কুয়াকাটা পৌরসভার ১নং ওয়ার্ডের খাজুরা গ্রামের ‌মোঃ হারুন মুসুলির ছেলে। নিহত হাবিব শুক্রবার দুপুরে ঝড়ের সময় মোটরসাইকেল চালানো অবস্থায় গাছ ভেঙ্গে পরলে তি‌নি আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হলে আজ ভো‌রে তি‌নি মারা যান। বিষয়‌টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহম্মদ।

এদিকে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে জেলার বিভিন্ন জায়গায় দমকা ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি বিধস্ত এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতে প্রবল বাতাসের বেগে ঝড়ো হাওয়ায় জেলায় কিছু কিছু এলাকায় বিদুৎ বিছিন্ন আছে।

এদি‌কে জেলার বি‌ভিন্ন নদনদী‌তে আজ সকালেও স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকল ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। লেবুখালী ফেরী থেমে থেমে চলছে।

Exit mobile version