Site icon Jamuna Television

মৃত্যুর আগে পাকিস্তানে যেতে চান ঋষি কাপুর

কাশ্মির সমস্যা সমাধানে নিজের ব্যক্তিগত মতামত দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। এই সমস্যা সমাধানে ভারতশাসিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহের বক্তব্য সমর্থন করে টুইট করে জানান,  ‘ফারুক আবদুল্লাজি সালাম। আপনার কথায় পূর্ণ সমর্থন রয়েছে, জম্মু কাশ্মির ভারতের এবং পাকিস্তান অধিকৃত কাশ্মির পাকিস্তানের হোক। আর একমাত্র এই উপায়ে আমরা সমস্যার সমাধান করতে পারি।’

এর আগে ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ বলেছিলেন, আজাদ কাশ্মির পাকিস্তানের থাকা উচিত। আর স্বাধীন কাশ্মিরে ধারণাটি বাস্তবতার নিরীখে ভুল। কারণ এ ভূখণ্ডের চারদিকে তিন পরমাণু অস্ত্র শক্তিধর দেশের অবস্থান।

এদিকে অভিনেতা ঋষি কাপুর মৃত্যুর আগে পাকিস্তানে নিজের পূর্বপুরুষদের ভিটে মাটি দেখতে যেতে চান। রোববার এক টুইটে এ ইচ্ছার কথা জানান এ অভিনেতা। কাপুর পরিবারের আদি বাড়ি পাকিস্তানের পেশওয়ারে। ঋষি চান তার বংশের পরবর্তী প্রজন্মের মানুষরা নিজেদের ভিটেকে একবার চাক্ষুস দেখুক।

Exit mobile version