Site icon Jamuna Television

জয়পুরহাটে ফনির প্রভাবে দমকা হাওয়া, ক্ষতিগ্রস্থ বোরো ধানের জমি

ঝড়ে ক্ষতিগ্রস্থ বোরো ধানের মাঠ

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ঘূর্ণিঝড় ফনির প্রভাবে গতকাল শনিবার সকাল থেকেই ঝড় বৃষ্টি হয়েছে থেমে থেমে। ভোর ছয়টার দিকে ঝড় বৃষ্টি শুল হলেও শুরুর দিকে বাতাসের গতিবেগ কম ছিল কিন্তু পরবর্তীতে গতিবেগ বাড়ে। দুপুর বারোটা থেকে বাতাসের গতি এবং বৃষ্টি কমেছে আর বিকেল ৩টা থেকে বৃষ্টি থেমেছে তার আগে ফনির আগাম বার্তা হিসাবে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে।

ফণির প্রভাবে জেলার কোথাও কোন ক্ষয়-ক্ষতি না হলেও বোরো ধানের মাঠে বেশ ক্ষতি হয়েছে। বোরো ধানের গাছ মাটিতে পড়ে যাওয়ায় এবং জমিতে পানি ওঠায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি করে কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যেক উপজেলায় একটি করে নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। প্রত্যেক উপজেলায় এবং জেলা পর্যায়ে দূর্গতদের জন্য শুকনো খাবার পানিয় এবং অন্যান্য সুবিধা প্রস্তুত রাখা হয়েছে।

Exit mobile version