Site icon Jamuna Television

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

কাল থেকে আয়ারল্যান্ডের ডাবলিনে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এতে খেলবে আয়ারল্যান্ড, উইন্ডিজ ও বাংলাদেশ। সিরিজের আগের দিন আজ শনিবার তিন দেশের অধিনায়ককে নিয়ে উন্মোচন করা হয়েছে ট্রফি।

উন্মোচনের সময় তিন দেশের অধিনায়করা ট্রফির সাথে ছবি তোলেন।

প্রথম ম্যাচে কাল ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট মাঠে মুখোমুখি হবে উইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ড। একই দিন দ্যা হিলস ক্রিকেট মাঠে আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রিকেটের মাঠের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে সিরিজের ট্রফিটি। এটি দেখতে অনেকটা স্ট্যাম্পের মতো।

তিন দেশের এই সিরিজে বাংলাদেশ মূলত বিশ্বকাপের আগে নিজেদের তৈরি করার সুযোগ পাবে। ওয়েস্ট ইন্ডিজও একই উদ্দেশ সামনে রেখে খেলতে নামবে কাল।

Exit mobile version