Site icon Jamuna Television

২ মাস বাসাভাড়া দিতে না পারায় শিক্ষার্থীকে তালাবদ্ধ রাখলো বাড়িওয়ালা!

দুই মাসের বাসাভাড়া বকেয়া থাকায় এক এইচএসসি শিক্ষার্থীকে তালাবদ্ধ করে রেখেছিলেন বাড়িওয়ালা। খবর পেয়ে তাকে উদ্ধার করে র‍্যাব। গাজীপুরের ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, পারিবারিক সমস্যার কারণে ভাড়াটিয়া রবিউল ইসলাম দুই মাস ধরে ভাড়া দিতে পারছিলেন না। এ নিয়ে বাড়িওয়ালা জাহাঙ্গীর আলম তাকে চাপ দিচ্ছিলেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আটকে রাখেন রবিউলকে।

খবর পেয়ে র‍্যাব গিয়ে তালা ভেঙে উদ্ধার করে তাকে। আটক করে নিয়ে যায় বাড়িওয়ালাকেও।

রবিউল জানায়, প্রবাসী ভাইয়ের টাকায় তাদের সংসার চলতো। দু’মাস ধরে টাকা পাঠাতে না পারায় টানাটানি চলছিল তাদের। বারবার বলেও বিষয়টি জাহাঙ্গীরকে বোঝাতে ব্যর্থ হয়েছেন বলেও জানান রবিউল।

Exit mobile version