Site icon Jamuna Television

জম্মু-কাশ্মিরে বিজেপি নেতাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা

জম্মু-কাশ্মিরে, এক বিজেপি নেতাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অন্যতম সংঘাতপ্রবণ এলাকা অনন্তনাগে, শনিবার রাতে হয় এ হামলা।

নিহত গোলাম মোহাম্মদ মীর অনন্তনাগ বিজেপি’র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গাড়ি নিয়ে বাড়িতে ঢোকার সময় তাকে গুলি করে পালিয়ে যায় তিনজন অজ্ঞাত বন্দুকধারী, এমনটা জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে যাওয়ার পথে মারা যান তিনি। জম্মু-কাশ্মিরে মুসলিম নেতাদের বিশেষ নিরাপত্তা বাতিলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত কার্যকরের পর, তার নিরাপত্তাও প্রত্যাহার করে নেয় প্রশাসন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে রাজ্য বিজেপি। অনন্তনাগ আসনে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের শেষ ধাপের একদিন ঘটলো এ ঘটনা। নিরাপত্তাজনিত কারণে তিন ধাপে আসনটিতে ভোটগ্রহণ হচ্ছে। সোমবার পঞ্চম ধাপের নির্বাচনে ভোটগ্রহণ হবে পুলওয়ামা আর শোপিয়ান জেলাতেও।

Exit mobile version