Site icon Jamuna Television

অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারলেন ভোটার

দিল্লিতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভোটারের চড় খেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার মোতিনগর এলাকায় একটি রোড-শো’তে অংশ নিয়ে তোপের মুখে পড়েন আম আদমি পার্টির প্রধান।

একটি খোলা জিপ গাড়িতে দাঁড়িয়ে নিজের নয়া দিল্লি আসনের জন্য ভোট চাইছিলেন, তখনই হঠাৎ তার ওপর আক্রমণ করে বসেন এক যুবক।

জানা গেছে, আম আদমি পার্টির বিগত দিনের কাজকর্মে অসন্তুষ্ট হয়েই কেজরিওয়ালকে মেরে বসা ওই যুবক একসময় দলটির সমর্থক ছিলেন। এ ঘটনার জন্য ক্ষমতাসীন বিজেপি-কে দায়ী করেছেন দলের নেতারা। অভিযোগ- কেজরিওয়ালের জনপ্রিয়তায় ফাটল ধরাতে না পেরে তাকে অসম্মানিত করতে ইচ্ছেকৃতভাবে এ কৌশল বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ।

Exit mobile version