Site icon Jamuna Television

যশোরে একই স্কুলের ছয় শিশু নিপীড়নকারী আমিনুর গ্রেফতার

যশোরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিশু শিক্ষার্থীকে পর্যায়ক্রমে যৌননিপীড়ন চালানো আমিনুরকে পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে অবৈধপথে ভারতে পালানোর চেষ্টাকালে শার্শার গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। শনিবার রাতে তাকে যশোর কোতোয়ালি থানায় আনা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ তাকে আটকের ব্যাপারে তৎপর ছিল।

শুক্রবারও রাতভর তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে শনিবার দুপুরে তিনি সীমান্ত পাড়ি দেয়ার প্রস্তুতি নেন। এসময় সেখানে হানা দিয়ে তাকে ধরে ফেলে কোতোয়ালি পুলিশ।

যশোর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আমিনুল ঘটনার দায় স্বীকার করেছে। তিনি স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতেও রাজি হয়েছেন।

উল্লেখ্য, তিন সন্তানের জনক আমিনুর গত প্রায় একমাস ধরে শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর উপর পর্যায়ক্রমে যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন।

ঘটনাটি ফাঁস হওয়ার পর গত বুধবার এক শিক্ষার্থীর বোন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগেই পালিয়ে যান আমিনূর। তিনি ওই এলাকার একটি বাড়ির কেয়ারটেকার।

Exit mobile version