Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি করবে তুরস্ক

চীন-জাপান-ভারত নতী স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান থেকে তেল আমদানি করবে তুরস্ক। এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়।

এতে বলা হয়, আঙ্কারার ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপন্ন হয় প্রাকৃতিক গ্যাস থেকে। যার ১৭ শতাংশ আমদানি করা হয় ইরান থেকে। এ কারণেই তুরস্কের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতে তেহরানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তারা। যদিও সমঝোতার জন্য ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আঙ্কারা।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির অভিযোগ, তাদের বিদেশী সুবিধা বন্ধ করতে উঠেপড়ে লেগেছে ট্রাম্প প্রসাশন। তবে, যে কোন মূল্যে তেল রফতানি অব্যহত রাখার হুঁশিয়ারী দেন তিনি। গেলোবছর ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহারের পর ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন।

Exit mobile version