Site icon Jamuna Television

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৪০ টাকার স্প্রাইট কেনো ১৬০ টাকা? হাইকোর্টের প্রশ্ন

ইব্রাহিম খলিল, স্টাফ রিপোর্টার

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে ১৬০ টাকা বিক্রয় করা হয়? এই মর্মে প্রশ্ন করেছে হাইকোর্ট। রোববারের মধ্যে হোটেল কর্তৃপক্ষকে জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভোক্তা অধিকার আইনের একটি মামলার শুনানিতে বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই প্রশ্ন করেন।

৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চারগুণ বেশি দামে ১৬০ টাকা বিক্রি হচ্ছে, সে বিষয়ে প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার আইনে একটি মামলা করেন একজন ভোক্তা। মামলার শুনানিতে আদালত প্রশ্ন রাখেন, কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ একটি নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে?

আদালত আরো বলেন, সেবার ক্ষেত্রে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায় নামি দামি হোটেল গুলোর বিরুদ্ধে। তবে আদালতের প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি হোটেল কর্তৃপক্ষের আইনজীবী। ১২ই মে’র মধ্যে দাম বেশি রাখার কারণ দর্শানোর জন্য ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Exit mobile version