Site icon Jamuna Television

দলের সবাইকে নিয়ে কাজ করতে চাই: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন, এমন তথ্য জানান দলের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

দুপুরে চেয়ারম্যানের বনানীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বলেন, দলের সবাইকে নিয়ে তিনি কাজ করতে চান। চেয়ারম্যানের বার বার সিদ্ধান্ত বদল সবসময় নেতিবাচক নাও হতে পারে, এতে তৃণমূল নেতা কর্মীরা চাঙ্গা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জিএম কাদের বলেন, তাকেই স্থায়ীভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে, চেয়ারম্যানের অবর্তমানে তিনি চেয়ারম্যানের সকল দায়িত্ব পালন করবেন। তিনি জানান, দলে এখন কিছু অস্থিরতা থাকলেও রাজনৈতিক দলের জন্য এটা স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version