Site icon Jamuna Television

যেখানে ধর্ম চর্চা হয় সেখানে জঙ্গি তৈরি হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদ থেকে আমরা অনেকটাই মুক্ত হয়েছি তবে এখনো শেষ করতে পারিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জঙ্গি নির্মূলে পুলিশ বসে নেই তারা কাজ করছে। তাদের হুমকি ধামকিতে আমরা ভয় পাই না। বাংলাদেশের জনগন জঙ্গিদের প্রশ্রয় দেয়না। তাদের কোন ধরনের অর্থায়ন করে না।

মন্ত্রী বলেন, যেখানে ধর্ম চর্চা হয় সেখানে জঙ্গি তৈরি হতে পারে না। হতাশাগ্রস্থ তরুণরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। জঙ্গিরা হামলার স্বপ্ন দেখে বাংলাদেশ তাদের চোখের আড়ালে নয়। সুলতানা কামালসহ যাদেরকে হুমকি দেয়া হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশকে অস্থিতিশীল করতে সাইট ইন্টেলিজেন্স এর প্রকাশিত এসব তথ্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।

Exit mobile version