Site icon Jamuna Television

সরকারের পাশাপাশি আওয়ামী লীগও ত্রাণ কার্যক্রম চালাবে: আমু

আওয়ামী লীগ’র পক্ষ থেকে ঘুর্ণিঝড় ফণির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দুর্গতদের মাঝে সরকারের পাশাপাশি ত্রাণ কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে, ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণ ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আমু বলেন, অতীতের অভিজ্ঞতার ফলেই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। দুর্গতেদর মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দুপুরেই দলের পক্ষ থেকে দুটি টিম বের হবে। প্রথম টিম যাবে নোয়াখালির সুর্বনচরে আর দ্বিতীয় টিম ত্রাণ কার্যক্রম চালাবে বরগুনার ক্ষতিগ্রস্ত এলাকায়।

আমু বলেন, পূর্বের অদক্ষতার অভিজ্ঞতা থেকেই বিএনপি বর্তমান সরকারের ঘুর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতির সমালোচনা করছে।

Exit mobile version