Site icon Jamuna Television

নুসরাতের জবানবন্দি ছড়িয়ে দিতে নিজের মোবাইল থেকে ভিডিও শেয়ার করেন ওসি

নুসরাত রাফির জবানবন্দি ছড়িয়ে দিতে স্থানীয় এক টিভি সাংবাদিককে নিজের মোবাইল থেকে ভিডিও শেয়ার করেন ওসি মোয়াজ্জেম হোসেন। সকালে সাংবাদিকদের এ তথ্য জানায় পিবিআই।

জানান, সাইবার অপরাধে মামলা করতে আরও এক মাস সময় লাগবে। এর আগে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের কাছে ঘটনাটি আত্মহনন বলে প্রচারের চেষ্টা চালায়। নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদের জবানবন্দি ভিডিও করে- তা অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

Exit mobile version