Site icon Jamuna Television

তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন: মির্জা ফখরুল

পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনীতির পরিবর্তন গ্রহণ করতে হবে। সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময়, তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জানিয়েছে মির্জা ফখরুল বলেন, যারা গনতন্ত্রে বিশ্বাসী তাদের জন্য বর্তমান পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তবে বিএনপি নিরাশ নয়। আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, ১০ বছর ধরে জনগণের অধিকার হরণ করছে সরকার। গণতান্ত্রিক স্তম্ভকে ধংস করে নিয়ন্ত্রণ করছে প্রশাসন, নির্বাচন কমিশন ও গণমাধ্যমকে।

Exit mobile version