Site icon Jamuna Television

টাঙ্গাইলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  শনিবার গভীর রাতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন ভুইয়া (৫৫) বাক্ষ্মণবাড়ীর কসবা উপজেলার ধজনগর দক্ষিণ পাড়া এলাকার মৃত আব্দুল মজিদ ভুইয়ার ছেলে। আজ রোববার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় নীল রংয়ের ট্রাভেলিং ব্যাগের ভিতর থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী উদ্দিন ভুইয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম গাজীপুরের টঙ্গীতে বাসা ভাড়া করে অভিনব কৌশল অবলম্বন করে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে বিক্রি করতো।

Exit mobile version