Site icon Jamuna Television

১২ বছর পর আপনজনের কাছে ফিরলো বাকপ্রতিবন্ধী নাঈম

১২ বছর পর আপনজনের কাছে ফিরে গেল যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা বাকপ্রতিবন্ধী নাঈম হাসান।

শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জানান, রাজবাড়ী থেকে ১২ বছর আগে শিশুটিকে পাওয়া যায়। তার ঠাঁই হয় যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে। কিন্তু কথা বলতে না পারায় তার পরিচয় এবং ঠিকানা সম্পর্কে এতদিন জানা যায়নি কিছুই। সম্প্রতি আসাদুজ্জামান নামে এক আনসার সদস্যের মাধ্যমে নাঈম খুঁজে পায় তার পরিবারকে।

জানা যায়, তার বাড়ি রাজবাড়ীর পাংশা থানার সুবর্ণকোলায়। খবর দেয়া হলে আজ নাঈমের বাবা-মা এসে তাকে নিয়ে যায়। এসময় প্রশাসনের পক্ষ থেকে তাদের দেয়া হয় অর্থ সহায়তা।

Exit mobile version