Site icon Jamuna Television

তারেক রহমান বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: হানিফ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

দুপুরে সিলেট নগরীর কাজী নজরুল অডিটোরিয়ামে দলের বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে মন্তব্য করে হানিফ বলেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছুই করার নেই। তিনি বলেন, আগামী অক্টোবরে আ’লীগের জাতীয় সম্মেলনের আগেই তৃণমূলের সম্মেলন শেষ করে দলকে সংগঠিত করা হবে।

Exit mobile version