Site icon Jamuna Television

ওয়ানডেতে উইন্ডিজ ওপেনারদের বিশ্বরেকর্ড

বিশ্বকাপ আসতে না আসতেই নিজেদের স্বমূর্তিতে আবির্ভূত হয়ে ওঠছেন উইন্ডিজের ব্যাটসম্যানরা। আজ ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে রীতিমতো রান উৎসবে মেতেছেন জন ক্যাম্পবেল এবং শাই হোপ।

দুজনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এখানেই শেষ নয়, ওয়ানডে ক্রিকেটে ওপেনিং জুটির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তারা।

ক্যাম্পবেল-হোপ জুটিতে এসেছে ৩৬৫ রান; যাতে ভেঙে গেছে ইমাম-উল-হক এবং ফখর জামানের রেকর্ড।

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানের ওপেনিং জুটি গড়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়াসুরিয়া এবং উপুল থারাঙ্গা। এক যুগ অক্ষুণ্ন ছিল সেই রেকর্ড।

গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০৪ রানের জুটি গড়ে সে রেকর্ড ভেঙে দেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক এবং ফখর জামান। তাদের রেকর্ড ৯ মাস পর তাদের রেকর্ড ভেঙে গেল দুই উইন্ডিজ তারকার ব্যাটের সামনে।

সর্বশেষ স্কোরে দেখা যাচ্ছে, ৪৭ ওভারে ৩৬৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে।

Exit mobile version