Site icon Jamuna Television

মেয়াদোত্তীর্ণ সয়াবিন পুনরায় বাজারজাত: পুষ্টিকে ৭৫ লাখ টাকা জরিমানা

মোয়াদোত্তীর্ণ সয়াবিন তেল ও রাসায়নিক পদার্থ ব্যবহার করার দায়ে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যনাণ আদালত।

আজ দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেন্ট মো. সারওয়ার আলম।

সুপার অয়েল রিফাইনারি লিমিটেড বাজারে পুষ্টি সয়াবিন তেল নামে তাদের পণ্য সরবারাহ করে থাকে।

তারা বাজারের অবিক্রিত তেল সংগ্রহ করে পুনরায় পুষ্টির মোড়কে বাজারজাত করতো বলে জানায় র‌্যাব। এছাড়াও তাদের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের রাসায়নিক পদার্থের মেয়াদও কয়েক বছর আগে উত্তীর্ণ হয়েছে বলে জানায় র‌্যাব।

Exit mobile version