Site icon Jamuna Television

মোটরসাইকেল দিয়ে জমিচাষ করে আলোচিত তরুণ

গরু, মহিষ এবং লাঙল দিয়ে জমি চাষ করাই যেন চিরায়িত বাংলার এক স্বাভাবিক দৃশ্য। তবে বর্তমানে প্রযুক্তির ছোয়ায় ট্রাক্টর নিয়েছে সে স্থান।

কিন্তু এবার গরু, মহিষ কিংবা ট্রাক্টর নয় মোটরসাইকেল দিয়ে জমি চাষ করে আলোচিত হলেন মোহাম্মদ বিল্লাল মোল্লা নামে নড়াইলের এক তরুণ। নিজের মোটরসাইকেল এর সাথে লাঙল বেঁধে জমি চাষ করা শুরু করলেন। এই ব্যতিক্রমধর্মী কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।

বিল্লালের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মাধবহাটি গ্রামে। ব্যবসার পাশাপাশি চাষাবাদ করেন বিল্লাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের পেছনে লাঙ্গলসদৃশ এটি ফাল যুক্ত করে তা দিয়ে জমিতে চাষ করছেন সেই যুবক। আর সেই ফালটি পেছন থেকে আরেকজন ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন।

কয়েকদিন আগে স্থানীয় একজন ওই ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেন। বিল্লালের এমন বুদ্ধির প্রশংসা করেছেন অনেকে।

Exit mobile version