Site icon Jamuna Television

অগ্নিকাণ্ডে রুশ বিমানের জরুরি অবতরণ, নিহত ৪১

রাশিয়ার মস্কোতে জরুরি অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে অন্তত ৪১ জন আরোহী নিহত হয়েছে। রোববার দুর্ঘটনার সময় বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের তালিকায় রয়েছে দুই শিশু ও একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

রুশ গণমাধ্যমগুলো বলছে, ‘সুখয় সুপারজেট- হান্ড্রেড’ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মস্কো থেকে মুরমানস্ক শহরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু, উড্ডয়নের কিছু সময় পরই কন্ট্রোল টাওয়ার থেকে বিমানটিতে ত্রুটি ধরা পড়ে। পাইলটকে ফিরে আসার নির্দেশ দেয়া হয়। রানওয়েতে জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। জরুরি বর্হিগমন পথ দিয়ে বের হয়ে আসে বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় পরিবহন প্রতিষ্ঠান- এরোফ্লোটের বিমান ছিলো এটি।

Exit mobile version