Site icon Jamuna Television

টিলারসনের সফরের আগে সেনা কমান্ডারকে সরালো মিয়ানমার

রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন অভিযানে নেতৃত্ব দেয়া ‘ওয়েস্টার্ন কমান্ড’ এর প্রধান জেনারেল মং মং সো’কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মিয়ানমার। শুক্রবার এক সরকারি আদেশে তাকে সরানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মং মং সো’কে নতুন কোনো দায়িত্ব দেয়া হয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি। এক সাথে তাকে সরানোর কারও উল্লেখ করা হয়নি সরকারি আদেশে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সো টিন্ট নেইং।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী বুধবার মিয়ানমার সফরে আসছেন। তার আগে আগে এমন সিদ্ধান্ত নিল অং সাং সু চির সরকার। রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উঠেছে মার্কিন সিনেটে। চলতি সফরে মিয়ানমারের জেনারেলদের প্রতি সংকট সমাধানে শক্ত বার্তা দিতেন পারেন টিলারসন।

মং মং সো’কে প্রত্যাহার করে নেয়ার বিষয়ে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল অ্যা লোইন বলেছেন, ‘তাকে কেন বদলি করা হয়েছে সে বিষয়ে আমি কিছু জানিনা। তবে তাকে নতুন কোনো দায়িত্ব দেয়া হয়নি, রিজার্ভে রাখা হয়েছে।

Exit mobile version