Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের দু’সপ্তাহ পর পূণরায় চালু হচ্ছে স্কুল

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের দু’সপ্তাহ পর, পূণরায় চালু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। কঠোর করা হয়েছে নিরাপত্তা, বাড়ানো হয়েছে নজরদারি।

রোববারই, রাজধানী কলম্বো ও আশেপাশের শহরগুলোর শিক্ষা প্রতিষ্ঠানে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। বোমা-বিস্ফোরক পদার্থ লুকানো রয়েছে কিনা, সেসব খতিয়ে দেখে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চাইলেও, অভিভাবকরা এখনও রয়েছেন আতঙ্কে। তাই, প্রথম দিনই আস্থা অর্জন করা যাবে না- এমন অভিমত স্কুল কর্তৃপক্ষের। অবশ্য, হামলার শঙ্কায় বন্ধ থাকবে ক্যাথলিক গির্জার মাধ্যমে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গত ২১ এপ্রিল, ইস্টার সানডে’র প্রাথর্ণা চলাকালে একযোগে গির্জা, পাঁচ তারকা হোটেলে ঘটানো হয় বোমার বিস্ফোরণ। যাতে, প্রাণ হারান ২৫৩ জন; আহত কমপক্ষে ৫শ’। হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস।

Exit mobile version