Site icon Jamuna Television

আফগানিস্তানে পুলিশ কার্যালয়ে তালেবান হামলায় ১৩ জন নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে পুলিশ সদর দফতরে তালেবান হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৩ জনের। রোববারের, এই হামলায় আহত হয়েছেন অর্ধ-শতাধিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুপুরে পুল-ই-খুমরি শহরের পুলিশ কার্যালয় প্রাঙ্গনে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় এক আততায়ী। এরপরই, ৮ জনের একটি অস্ত্রধারী দল প্রবেশ করে ভবনে। তাদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান পুলিশ সদস্যরা; আহত হন আরও ৩৫ জন।

এছাড়া, হামলায় পুলিশ স্টেশনের ভেতরে-বাইরে থাকা আরও ২০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হলে, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসকদের ধারণা, বাড়তে পারে নিহতের সংখ্যা।

এদিকে, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বন্দুকধারীরাও প্রাণ হারায়। এক ভিডিওবার্তায় হামলার দায় স্বীকার করে নিয়েছে তালেবান। সরকারের সাথে শান্তি আলোচনার প্রস্তাব খারিজ করে সংগঠনটি।

Exit mobile version