Site icon Jamuna Television

বসানো হলো ১২তম স্প্যান, দৃশ্যমান পদ্মাসেতুর ১৮শ মিটার

২০ ও ২১ নম্বর পিলারে অস্থায়ীভাবে বসানো হয়েছে পদ্মা সেতুর ১২তম স্প্যান। জুলাইয়ে এটি সরিয়ে নেয়া হবে ২৪ ও ২৫ নম্বর পিলারে। এই স্প্যান বসানোর কারণে দুই পাড়ে দৃশ্যমান হলো ১৮শ মিটার কাঠামো।

এরআগে সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছিল গত ২৩ এপ্রিল। এদিন শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হয় এই স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হয় ১ হাজার ৬৫০ মিটার। ১০ দিনের ব্যবধানে শুক্রবার আরেকটি স্প্যান বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণি বাংলাদেশে আঘাত হানতে পারে, এই আশঙ্কায় এই সিদ্ধান্ত বদল করা হয়েছে।

ফণির প্রভাব কাটলে আজ সোমবার স্প্যানটি বসানো হয়। সেতুর মাঝামাঝি অংশে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানো হয়। সব মিলে পদ্মা সেতুতে ১৮০০ মিটার দৃশ্যমান হলো।

Exit mobile version