Site icon Jamuna Television

বরিশালে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

এসএসসিতে বরিশাল বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ; যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন শিক্ষার্থী।

সোমবার পৌনে ১২ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনেয়ারুল আজিম।

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ হাজার ৬ হাজার ৬৬১ জন। এরমধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ৫৪ হাজার ২২ জন। পাস করেছে ৮২ হাজার ৫৩৫ জন। এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ১৩৮ জন আর ছাত্রী ৪৩ হাজার ৫৩৫ জন। বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এর হারে এগিয়ে।

গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ এর হার বেড়েছে।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ১১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৪৬২ জন।

Exit mobile version