Site icon Jamuna Television

‘নিজ ইচ্ছাতেই এইচএমএরশাদ ডেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন’

নিজ ইচ্ছাতেই এইচএমএরশাদ ডেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন- এমনটাই জানিয়েছেন জিএম কাদের। দুপুরে বনানীতে এইচ এম এরশাদের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও দাবি করেন দলের শতভাগ নেতাকর্মীর তার প্রতি সমর্থন রয়েছে।

জি এম কাদের জানান, দল থেকে লাভবান হওয়ার জন্য বা কর্তৃত্ব করার জন্য তিনি আসেননি। দলের সেবা করার জন্য এসেছেন বলেও দাবি করেন জিএম কাদের। এর আগে জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, জাতীয় পার্টির বৃহত্তম দল হওয়ার সুযোগ রয়েছে।

Exit mobile version