Site icon Jamuna Television

আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে মোহনা খাতুন (৮) ও রিপন (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালী গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোহনা খাতুন কবিখালী গ্রামের মহসিন আলীর মেয়ে ও রিপন হানুড়বাড়াদী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

স্থানীয় মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান, সোমবার রিপন তার মায়ের সাথে কবিখালী তার মামার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে তার মামাতো বোন মোহনার সাথে বাড়ির অদূরে বাগানে যায় আম কুড়াতে। এরপর থেকেই ওই দুই শিশু নিখোঁজ হন। পরে খোঁজাখুজির এক পর্যায়ে গ্রামের একটি পানের বরজের পাশের ডোবা থেকে তাদের দুই জনের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version