Site icon Jamuna Television

মুসলমান সম্প্রদায়কে জাস্টিন ট্রুডোর রমজানের শুভেচ্ছা

কানাডাসহ বিশ্বের সব মুসলমানকে সিয়াম সাধনার মাস রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিওবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

সালাম দিয়ে শুরু করা শুভেচ্ছাবার্তায় জাস্টিন ট্রুডো বলেন, আজকে কানাডাসহ বিশ্বের বহুদেশে রোজা শুরু হয়েছে।

রোজায় বিশ্বব্যাপী মুসলিমরা সারা দিন প্রার্থনা করে সন্ধ্যায় ইফতার করবেন। ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ মাস রমজান। এটি আমাদের নিজেদের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকেই আগে গুরুত্ব দিতে শেখায়।

বিশ্বের বর্তমান সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই বিশ্বের সব ধর্মের মানুষই স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করুক।

পৃথিবীর কোথাওই অসাম্প্রদায়িকতা ও সহিংসতার কোনো স্থান নেই। আমরা এটি সমর্থন করি না। বরং দৃঢ়ভাবে এর বিরুদ্ধেই আমাদের অবস্থান।

কানাডায় বসবাসরাত মুসলিমরা দেশটির উন্নয়নে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন, তাই সবাইকে মুসলিমদের অবদানকে সম্মান করার পাশাপাশি একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানান ট্রুডো।

সবশেষে সবাইকে শান্তিপূর্ণভাবে রোজা পালনের আহ্বান জানিয়ে ‘রমজান মোবারক’ জানান কানাডার প্রেসিডেন্ট।

সোমবার থেকে সৌদি আরব, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরসহ বিশ্বের বহুদেশে শুরু হয়েছে রমজান।

এ ছাড়া বাকি দেশগুলোতে মঙ্গলবার থেকে শুরু হবে রমজান।

Exit mobile version