Site icon Jamuna Television

আইনি কারণে নয় শেখ হাসিনার ইচ্ছায় খালেদা জিয়া কারাগারে: গয়েশ্বর

আইনি কারণে নয় শেখ হাসিনার ইচ্ছায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক প্রতিবাদ সভায় বিএনপির এই নেতা বলেন, অন্যায়ভাবে দলের চেয়ারপার্সনকে কারাগারে আটকে রাখা হয়েছে।

বিএনপির পার্লামেন্টে যোগ দেয়ার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন ভিন্নদৃষ্টি ভঙ্গি থাকতেই পারে, তবে সময় বলে দেবে এই সিদ্ধান্ত সঠিক ছিলো কি ছিলোনা। জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপির এই নেতা।

Exit mobile version