Site icon Jamuna Television

পালিত হচ্ছে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ

আজ পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ। এ উপলক্ষে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে মানববন্ধন করা হয়েছে।

সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ মানববন্ধন আয়োজন করে সড়ক বিভাগ ও নিরাপদ সড়ক চাই আন্দোলন। এসময় সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে একযোগে কাজ করে যাচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা। তিনি বলেন, রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে রুট ফ্রাঞ্চাইজি’র কাজ এগিয়ে চলেছে।

একই অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক নিরাপদ করতে সরকার, জনগনসহ সবাইকে সচেতন হতে হবে।

Exit mobile version