Site icon Jamuna Television

অন্তর্বাস-মোজায় লুকিয়ে আনছিলেন স্বর্ণের বার

বিদেশ থেকে আসার সময় অন্তর্বাস-মোজায় লুকিয়ে স্বর্ণের বার আনছিলেন তারা। তবে বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার তল্লাশিতে আটকা পড়েন। আজ সোমবার পৃথক ঘটনায় শাহলালাল বিমানবন্দরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৩টি স্বণের বার।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শাহজালালে সোমবার বিকালে দুই যাত্রীর কাছ থেকে ৭৪৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। এদের মধ্যে ইউসুফ আলি নামে একজন জ্যাকেটের দুই পকেটে ২টি এবং জিয়া উদ্দিন বাবলু নামে অন্যজন মোজার ভেতরে একটি লুকিয়ে নিয়ে আসছিলেন। তারা উভয়ে রিয়াদ থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

জব্দ স্বর্ণের মূল্য সাড়ে ৩৭ লাখ টাকা।

এর আগে সকালে আরেকজন যাত্রীর অন্তর্বাস থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার ও যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা। গ্রেফতার তিনজনের বিরুদ্ধেই শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version